Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সভাপতি                                                :          মোঃমুজিবররহমানখান

                  চেয়ারম্যান, উপজেলাপরিষদ

                  মোরেলগঞ্জ, সদর, বাগেরহাট।

সভারস্থান                                             :          উপজেলাপরিষদমিলনায়তন 

সভারতারিখওসময়                                  :          ২০১৪খ্রিঃ, বেলা ১১.০০টা

সভারউপস্থিতি/অনুপস্থিতি                         :          পরিশিষ্ট  ‘ক’।

 

সভাপতিউপস্থিতসকলসদস্যকেস্বাগতজানিয়েসভারকাজশুরুকরেন।স্বাগত বক্তব্য শেষেতিনি সভা পরিচালনার জন্যউপজেলানির্বাহীঅফিসারকে অনুরোধ জানান। অতঃপর গত ২৪ এপ্রিল, ২০১৪খ্রিঃ তারিখ অনুষ্ঠিতউপজেলা পরিষদ মাসিক সভার কার্যবিবরণী সভায়পাঠকরেশুনানো হয়।উক্ত কার্যবিবরণীর কোন সংশোধনী না থাকায় কায©বিবরণীটি সব©সম্মতিক্রমে অনুমোদনপূব©ক দৃঢ়করণ করা হয়।অতঃপরনিন্মোক্ত ক্রমানুযায়ী আলোচনা ও তৎপ্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্রম

বিভাগের নাম

আলোচনা

গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়নে

০১

বাগেরহাট সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫অর্থবছরেরবাজেট অনুমোদন

উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-০১ শাখা এর ২০ জুন, ২০১০ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক উপজেলা পরিষদের প্রতি অর্থ বছরের বাজেট প্রণয়ন করার নির্দেশনা রয়েছে। তিনি বাগেরহাট সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট সভায় উপস্থাপন করেন(পরিশিষ্ট-খ)। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

 

(১) পরিশিষ্ট-খ এ বর্ণিত বাগেরহাট সদর উপজেলা পরিষদের  ২০১৪-১৫অর্থবছরেরবাজেটসভায়সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। (২)অনুমোদিত বাজেটের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর।

০২

ত্রাণ ও পূনর্বাসন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অঃদাঃ), বাগেরহাট সদর সভায় জানানকাবিখা সাধারণ (১ম পর্যায়) ১৩ টি প্রকল্পের বিপরীতে ১৩২.০৩৩৭ মেঃটন গমের কাজ ১০০% সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাবিখা (১ম পর্যায়) ২০ টি প্রকল্পের বিপরীতে ১৮০ মেঃটন গমের কাজ ১০০% সমাপ্ত হয়েছে। কাবিখা সাধারণ(২য় পর্যায়) ১৪ টি প্রকল্পের বিপরীতে ৩০,৪০,৪৪৩/- টাকা এবং কাবিখা নির্বাচনী (২য় পর্যায়) বরাদ্দকৃত ৩০,০০,০০০/- টাকার বিপরীতে ১০ টি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে, কাজের অগ্রগতি ৫০%।কাবিটা নির্বাচনী ২য় পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন-১১ এর অনুকূলে ৩,৩৭,৫০০/- টাকার বিপরীতে ০২ টি অনুমোদিত প্রকল্পের কাজের অগ্রগতি ২৫%। এছাড়া তার বিভাগের অন্যান্য সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

 

সমূদয় প্রকল্পেরকাজ যথাযথভাবে বাস্তবায়ননিশ্চিতকরণের পাশাপাশি বিভাগীয়কার্যক্রমেরধারা অব্যাহতরা খতে হবে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, বাগেরহাট সদর।

 

 

 

 

 

পাতা-২

 

ক্রম

বিভাগের নাম

আলোচনা

গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়নে

০৩

মাধ্যমিক শিক্ষা

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান গত ০৭ মে, ২০১৪ তারিখ হতে অনুষ্ঠিত বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ১৫ দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ জন সহকারী  শিক্ষককে “ICT Skill & Teacher’s Led Content Development” প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল বিষয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক কারিকুলাম বিস্তরণ ট্রেনিং আগামী ১৮/০৬/১৪ তারিখ থেকে শুরু হবে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা গত ১০/০৬/১৪ খ্রিঃ তারিখ যদুনাথ স্কুল এন্ড কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা প্রদান করায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসএসসি পরীক্ষায় বাগেরহাট সদর উপজেলার পাশের হার ৯৩.৬৪% এবং মাদ্রাসায় পাশের হার ৯৪.৯১%। এছাড়া মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।তিনি জানান উপজেলা পরিষদের পুরাতন ভবনটিতে ০৪(চার) টি দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত ভবনটি বর্তমানে খুবই জরাজীর্ণ এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তিনি জরুরী ভিত্তিতে উক্ত ভবনটি সংস্কার/মেরামতের বিষয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পিএমটি ভিত্তিক যে উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে তা উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

১)বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আগামী ১৮/০৬/১৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য বিষয়ভিত্তিক কারিকুলাম বিস্তরণ ট্রেনিং এবং ১০/০৬/১৪ খ্রিঃ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে হবে।

২) উপজেলা পরিষদের পুরাতন ভবনটি আগামী অর্থ বছরে সংস্কার/ মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩)মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পিএমটি ভিত্তিক উপবৃত্তি কার্যক্রম পরিচালনার  বিষয়ে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশসহ পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর  প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

১) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাগেরহাট সদর।

 

 

 

 

 

 

২) উপজেলা প্রকৌশলী, বাগেরহাট সদর।

 

 

৩)উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাগেরহাট সদর।