Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোরেলগঞ্জ উপজেলার পটভূমি

পীর খানজান আলী (রাঃ)-এর স্মৃতি বিজড়িত বাগেরহাটের ইংরেজ বিরোধী লড়াকু সৈনিক বীর যোদ্ধা শহীদ রহিমিউল্লাহর আবা্সভূমি সুন্দরবনের সৌন্দর্যমন্ডিত ঘেরা পানগুছি নদী বিধৌত দক্ষিণ বাংলার অবহেলিত এক জনপদের নাম মোরেলগঞ্জ উপজেলা। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার প্রধান ব্যবসায় কেন্দ্র এককালের ছো্ট কলিকাতা নামে খ্যাত এই মোরেলগঞ্জ। ১টি পৌরসভা, ১৬টি ইউনিয়ন, ১৮৩টি গ্রাম ও ৫০টি হাটবাজার সমন্বয়ে গটিত প্রায় ৪ লক্ষ জনসাধারণ অধ্যুষিত ৪৪০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত দেশের ২য় বৃহত্তম উপজেলার নাম মোরেলগঞ্জ। যার নামকরণ হয় ১৮৪৯ সালে এবং উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে ৭ নভেম্বর ১৯৮২ সালে। এ উপজেলায় কী আছে কী নেই কী প্রয়োজন, কিভাবে এ প্রয়োজন মিটান যায় প্রভূতির পরিসংখ্যান ও বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্ত্তত ও বাস্তবায়ন হয়ে থাকে। মোরেলগঞ্জ ইতিহাস ঐতিহ্য সম্পদ ও প্রকৃতি এবং আর্থসামাজিক রাজনৈতিক দিক থেকে এ জনপদের রয়েছে বিস্ময়কর স্বাতন্ত্র্য। একটি এলাকার সার্বিক অবস্থানকে জানতে হলে নজর দিতে হবে সেই এলাকার সার্বিক তথ্যের উপর। কেননা পরিসংখ্যান হচ্ছে চলমান অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক দর্পণ যা ভবিষ্যৎ দিক নির্দেশনার ইঙ্গিতবহন করে। সেদিক থেকে মোরেলগঞ্জ উপজেলার পরিসংখ্যান মাতৃভূমির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এ প্রত্যাশা নিয়ে মোরেলগঞ্জ উপজেলার তথ্যাদি তুলে ধরা হল