মোরেলগঞ্জ উপজেলায় দেশের প্রচলিতগ্রামীন খেলা বৌছি, দাঁড়িয়াবান্ধা,গোল্লছুটসহ ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন ও ভলিবল ইত্যাদি খেলারও প্রচলন রয়েছে । হকি খেলাশুধুমাত্র জেলা সদরে সীমাবদ্ধ । ২০১৪ সালের মার্চ মাসের প্রথম দিকে মোরেলগঞ্জ উপজেলার বার্ষিক ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয় অত্র উপজেলার বারইখালী গ্রামের ১নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ মিজানুর রহমান (বিপু) মাধ্যমে খেলাটি পরিচালনা হয়।
খেলার মাঠ ও স্টেডিয়াম:
উপজেলা পর্যায়ে কোন স্টেডিয়াম নাই । তবে উপজেলা সমূহের স্কুলের খেলার মাঠ রয়েছে এবং খেলার মাঠ ও খেলার সকল সুবিধাবলী রয়েছে ।
মোরেলগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য কিছু মেলা:
ক) রথমেলা
খ) বৈশাখী মেলা
গ) প্রাচীনতম কালাঁচাদ আউলিয়ার মেলা। এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন বার্ষিক অনুর্ষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস