মোরেলগঞ্জ উপজেলায় অকেন দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরবণ, কুঠিবাড়ী মোড়ল সাহেব এর বাড়ী, মোরেলগঞ্জ কালাঁচাদ এর মাজার, লক্ষীখালী সাধুর মেলা, এবং নতুন নতুন মির্মিত বিভিন্ন ধরনের পার্ক- যেমন: ১৪নং বারইখালী শাপলা চত্তর, উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ, সোলমবাড়ীয়া খেয়াঘাটের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, ইত্যাদি আরো অনেক কিছু।
কিভাবে যাওয়া যায়:
অত্র উপজেলা হতে সকল স্থানে সড়ক পথে, পায় হেটে, অনেকটায় নৌপথে সকল স্থানে যাতায়াত করা যায়।